বাংলা টাইপিং জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বাংলা টাইপিং এর জন্য অভ্র এবং বিজয় বায়ান্নো দুইটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার ।
এদের মধ্যে বিজয় বায়ান্নো শেখাটা একটু কঠিন কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে বিজয় বায়ান্নো সবথেকে ভালো ।
বর্তমান সময়েও বিজয় বায়ান্ন বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার হয়। এছাড়াও বিজয় বায়ান্নো দিয়ে লেখা প্রিন্ট করলে ভালো আসে কিন্তু অভ্র দিয়ে ভালো আসে না আর এর জন্য বিজয় বায়ান্নো শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ।
অনলাইনে বিজয় বায়ান্নো বাংলা টাইপিং অনুশীলন পূর্ব প্রস্তুতি(Online & Offline Bijay Bayanno Bangla Typing Practice Preparation) :
১. আপনার কম্পিউটারে বিজয় বায়ান্নো ইনস্টল থাকতে হবে
২. বিজয় বায়ন্ন অফিসাল কাজে বা সফটওয়্যারে ব্যবহারের ক্ষেত্রে Ctrl + Alt + B প্রেস করতে হবে এরপর নির্দিষ্ট ফন্ট পছন্দ করে লিখা শুরু করতে হবে।
২. Ctrl + Alt + V প্রেস করতে হবে
৩. ব্র্যাকেট এর মধ্যে যেমন (Shift+F) থাকলে Shift এবং F একসাথে প্রেস করতে হবে
0 Comments